
চরিত্রায়ণঃ ক্যালিগুলা কিংবা আমি, আমি কিংবা ক্যালিগুলা
বাবার কাছ থেকে শুনেছি আমার জন্মেরও অনেক আগে একবার এক যাত্রা দল এল আমাদের গ্রামে। চট্টগ্রামের প্রত্যন্ত গ্রাম। মাঠে তাঁবু গেঁড়ে চলবে প্রদর্শনী। যাত্রার অধিকারী এসে দ্বারস্থ হলেন আমার দাদুর, গ্রামের মান্যগণ্য সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি হিসেবে উনিই যেন বসেন টিকেট ঘরে। রাজি হলেন। শুনে অবশ্য আমি নিজেই অবাক হয়েছিলাম! আমার দাদু!? এই রাশভারী মানুষটা রাজি হলেন! যাই হোক বসলেন। যাত্রা প্রদর্শনীও হলো। কিন্তু সমস্যাটা হলো পরে। রব উঠলো সফেদ দাঁড়ির পাঞ্জাবি টুপি পড়া সর্বজন মান্য শিক্ষিত স্কুলমাস্টার যাত্রাপালার টিকেটঘরে বসলেন!